Header Ads

  • Breaking News

    Unlock Tool যেভাবে Rent (ভাড়া) নিবেন

     আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন, আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভাল আছি। আজকে দেখাবো কিভাবে Unlock Tool Rent বা ভাড়া নিতে হয়। তাহলে চলুন শুরু করি।

    1. প্রতমে www.gsmalo.com এই ওয়েব সাইটে যান। 
    2. নিচের চিত্রের মত Man icon এ ক্লিক করুন।



    3. ম্যান আইকনে ক্লিক করার পর নিচ থেকে Create Account এ ক্লিক করে আপনার একটি Email, User Name এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টেসন করুন। যেমন নিচের ২ নং ছবিতে আমি UserName এ Rofiq, Email এ rofiq@gmail.com লিখেছি এবং একটি পাসওয়ার্ড দিয়ে। তারপর Register বাটনে ক্লিক করেছি।



    4.  রেজিস্টেসন করার পর, সার্চ বার এ লিখবেন  Unlock Tool Rent লিখার পর নিচে অনেক গুলো  Unlock Tool Rent এর সার্ভিস আসবে।ওখান থেকে আপনার পছন্দ মত যে কোন একটাতে ক্লিক করুন। যা নিচের চিত্রে দেখানো হল।





    5. ক্লিক করার পর নিচে দেখানো চিন্ত্র অনুযায়ী আসবে, টুলস ডাউনলোড করুন এর পাশে ডাউনলোড এ ক্লিক করে Unlock Tool ডাউনলোড করে নিন। ফাইল ডাউনলোড হওয়ার পর add to cart এ ক্লিক করুন,তারপর আবার Checkout এ ক্লিক করুন। পরবর্তীতে ২নং চিত্র এর মত। টাকা পাঠানোর যে কোন একটি মধ্যেম সিলেক্ট করুন। একটি নাম্বার দেওয়া থাকবে সার্ভিস এর যেই প্রাইজ থাকবে তা সেন্ডমানি করুন এবং আপনি যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেই নাম্বার + ট্রানজেকশন  লিখে দিয়ে, Place order এ ক্লিক করুন।



    6.  Place order a ক্লিক করার পর ,আপনার অডার করা হয়ে যাবে ।




    আপনি যদি বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিওটি দেখুন

    Help এর জন্য +8801751886004 এই নাম্বারে WhatsApp এ যোগাযোগ করুন